Thursday, April 25, 2019

প্যারাসাইকোলজি যুগল মানব ∥হাসান তারেখ চোধুরী ∥ ভাষাচিএ প্রকাশনী

প্যারাসাইকোলজি :যুগল মানব
লেখক : হাসান তারেখ চৌধুরী
ধরন : প্যারাসাইকোলজি
পৃষ্ঠা: ১৪৩
প্রকাশনী : ভাষাচিএ
মূল্য : ২০৮ টাকা (রকমারি)


সংক্ষেপ : নিঃসঙ্গ যুবক রাকিব। স্বাভাবিক ভাবেই চলছিল তার জীবন। কিন্তু জীবন তো সহজ পথে চলে না, তার সবসময় মনে হয় জটিলতাই পছন্দ। হঠ্যাৎ করেই পাল্টে গেল তার জীবন। স্বপ্নের জগতে বার বার দেখা পায় এক নারীর কে সে ? সহসাই তার জীবনে আগমন হলো আরো দু'জন নারীর। জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। জীবনে ঘটতে থাকে পরাবাস্তব সব ঘটনা আর এর সমাধান জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ তুখড় মেধাবী এক নিউরোসাইন্টিষ্ট। মস্তিষ্কের অতিপাকৃত সব ঘটনার রহস্যের সমাধান করেন এই নারী। কি আছে রাকিবের জীবনে? কিসের স্বপ্নে সে মেতে থাকে? পাঠ

প্রতিক্রিয়া : প্যারাসাইকোলজি নিয়ে আমার পড়া এইটি প্রথম বই। বাংলা সাহিত্যে আমার জানামতে প্যারাসাইকোলজি নিয়ে তেমন কোন বই নেই। বই ধরন অনেকটা মিসির আলী টাইপ এর মত। তবে মিসির আলীর থেকেও এই বই আছে পরাবাস্তব রিয়েলিটি নিয়ে আলোচনা। বইটি পড়ে ভালো না লাগর কোন কারণ নেই, কারণ বাংলা সাহিত্যে এ ধরনের লেখা নেই বললেই চলে। বই পড়ার সময় প্রতি মুহূর্ত থ্রিল এর মাঝে ছিলাম। এক কথায় অসাধারণ। লেখক হাসান তারেক চৌধুরী প্যারাসাইকোলজি নিয়ে আরো একটি বই আছে তার নাম দ্বিখন্ডিত।

No comments:

Post a Comment

প্রফেসর শঙ্কু সর্ম্পকে বিস্তারিত। সত্যজিত রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কু। সত্যজিত রায়

সত্যজিৎ রায়ের অমর সৃষ্ট গোয়েন্দা চরিত্র “প্রফেসর শঙ্কু!” চলুন জেনে নিই প্রিয় গোয়েন্দাকে নিয়ে সমস্ত তথ্য! 🔍 প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংল...